অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী কুর্দীস্তানে গাড়ি বোমা বিস্ফোরণ এবং বন্দুক লড়াইয়ে ১০ জন মারা গেছে


ইরাকের কুর্দী কর্মকর্তারা বলছেন, দুটি গাড়ি বোমা বিস্ফোরণ এবং বন্দুক লড়াইয়ে, অন্তত ১০জন মারা গেছে। উত্তর ইরাকের ঐ কুর্দী স্বায়ত্বশাসিত অঞ্চলকে মোটামুটিভাবে শান্তিপূর্ণ এলাকা হিসেবেই বিবেচনা করা হত।

কর্তৃপক্ষ বলছে, ইরাকী কুর্দীস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের প্রবেশদ্বারের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে রোববারের ঐ হামলা শুরু হয়। ঐ মন্ত্রণালয়টি, প্রাদেশিক রাজধানী ইরবিলে অবস্থিত। কয়েক মিনিটের মধ্যে, দ্বিতীয় গাড়িতে বোমা বিস্ফোরিত হয় এবং গোলাগুলি শুরু হয় ঘটনাস্থলে ।

কর্মকর্তারা বলছেন, ৬ জন ইরাকী কুর্দী কর্মী মারা গেছেন। ইরবলের প্রাদেশিক গভর্নর নওজাদ হাদী ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, নিরাপত্তা বাহিনী ৪ জন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে।

ইরাকী কুর্দীস্তানের রেডিও নওয়া বলেছেন, ইরাকী জঙ্গীবাদীদের আল-কাইদা দল এই হামলার দায় স্বীকার করেছে।
XS
SM
MD
LG