অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাযিলের প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ পদ থেকে বহিস্কার হতে চলেছেনই প্রায়-সেনেটে বিতর্ক চলছে, তাঁকে বিচারের কাঠগড়ায দাঁড় করানো হবে কিনা তা নিয়ে


ব্রাযিলের প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ তাঁর পদ থেকে বহিস্কার হতে চলেছেনই প্রায়- দেশের সেনেটে এখন বিতর্ক চলছে, তাঁকে বিচারের কাঠগড়ায দাঁড় করানো হবে কিনা সে প্রশ্নে।

তাঁকে তাঁর পদ থেকে হঠিয়ে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করা হবে কিনা সে প্রশ্নে বুধবার রাতে বা বৃহস্পতিবার ভোরে সেনেটে ভোট হবার কথা।

পত্র পত্রিকার সমিক্ষা রিপোর্ট থেকে আভাস মিলছে- সংখ্যাগরিষ্ঠ অংশ হিসেবে প্রয়োজন যা তার চেয়ে অনেক বেশি, পঞ্চাশ সংখ্যক সেনেটর বিচারের পক্ষে ভোট দেবেন বলে মনে হয়। তবে, এঁরাই আবার তাঁকে দোষি সাব্যস্ত করে ইমপিচ করার পক্ষেও রায় দেবেন কিনা সেটা স্পষ্ট নয়।

রৌসেফের বিরুদ্ধে অভিযোগ যে,দু’ হাজার চোদ্দ সালে তাঁর পুন:নির্বাচনীর প্রচারনাকালে দেশের আর্থিক সঙ্গতির কথা ঢাকতে তিনি উদ্দেশ্যমুলকভাবে তহবিলের হেরফের করেছিলেন। তিনি বলেন- ভাইস প্রেসিডেন্ট মিশেল টেমেরসহ তাঁর প্রতিপক্ষিয়রা একটা অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছেন। উল্লেখ্য ওঁদের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে।

XS
SM
MD
LG