অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রেক্সিটের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি


People hold banners during a 'March for Europe' demonstration against Britain's decision to leave the European Union, in central London, Britain, July 2, 2016.
People hold banners during a 'March for Europe' demonstration against Britain's decision to leave the European Union, in central London, Britain, July 2, 2016.

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত বা ব্রেক্সিটের কারণে অন্তত ২০টি কমনওয়েলথভুক্ত দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বেশি ক্ষতিগ্রস্ত হবে এমন ১০টি দেশের তালিকায় প্রথমেই রয়েছে বাংলাদেশ। কমনওয়েলথের পক্ষ থেকে ব্রেক্সিটের প্রভাব শীর্ষক এক গবেষনা প্রতিবেদনেওই তথ্য জানিয়ে বলা হয়, দক্ষিণ এশিয়ার তিনটি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে-যার বাকি দুটো দেশ ভারত ও পাকিস্তান। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে স্বল্পন্নত দেশ হিসেবে জিএসপি সুবিধা পেয়ে আসছে। এখন যুক্তরাজ্যও ইইউ থেকে বেরিয়ে গেলে সে সুবিধা আর পাওয়া যাবে না। ফলে বাংলাদেশকে দিতে হবে কমপক্ষে ৮ শতাংশ হারে শুল্ক- যার পরিমাণ দাড়াবে প্রতি বছরে ২৪ কোটি ৮০ লাখ পাউন্ড বা দুই হাজার ৫শ কোটি টাকারও বেশি। বাংলাদেশ বর্তমানে যুক্তরাজ্যে প্রতি বছর ৩০ হাজার কোটি টাকার পণ্য রফতানি করে থাকে। কমনওয়েলথের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যেতে আরও আড়াই বছরের মতো সময় লেগে যাবে। এ সময়কালের মধ্যে যদি বিকল্প ব্যবস্থা গ্রহণ করা না যায় তাহলে কমনওয়েলথভুক্ত দেশগুলো যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়বে।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG