অ্যাকসেসিবিলিটি লিংক

সাধারণ পরিষদে শেখ হাসিনার ভাষণের উপর সংক্ষিপ্ত রিপোর্ট


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া তাঁর ভাষণে , বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার , শিক্ষা, নারী উন্নয়ন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা, সুবিধাবঞ্চিত জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনি, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে ঘোষণা দেয়ার আাহ্বান জানানো সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। তিনি সহস্রাব্দের লক্ষ্যমাত্রা বা এমডিজি পূরণে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করেন এবং ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার দিকে বাংলাদেশ ক্রমশই এগিয়ে চলেছে।

বাংলাদেশে ১৯৭১ সালে সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার পরিচালনায় তাঁর সরকারের গঠিত ট্রাইবুনাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে সম্পুর্ণ আন্তর্জাতিক মান রক্ষা করে এই বিচার করা হবে।

শেখ হাসিনা তাঁর ভাষণে বিশ্বনেতাদের কাছে স্বল্পোন্নত দেশগুলোর আন্তর্জাতিক বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত পণ্যের প্রবেশাধিকার, বিশ্বব্যাপী শ্রমিকদের অবাধ যাতায়াত এবং উন্নয়ন সহযোগীদের জিডিপির একটি অংশ স্বল্পোন্নত দেশগুলোর জন্য বরাদ্দ দেয়ার নিশ্চয়তা চান।

বিস্তারিত জানাচ্ছেন নিউ ইয়র্ক থেকে সেলিম হোসেন :
XS
SM
MD
LG