অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটিশ পররাষ্ট্র মন্ত্রী ইউলিয়াম হেগ পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন


বৃটিশ পররাষ্ট্র মন্ত্রী ইউলিয়াম হেগ সোমবার জানিয়েছেন যে চার বছর দেশের শীর্ষস্থানীয় কূটনীতিকের পদে বহাল থাকার পর তিনি পদত্যাগ করছেন। ২০১০ সালে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন নির্বাচিত হবার পর সরকারে, বড় ধরণের কোন রদ বদলেরই এটি অংশ বিশেষ।

মিঃ হে্‌ তার সরকারী কাজে ব্যবহার করা টুইটার বার্তায় তিনি যে পদত্যাগ করবেন যেকথা কথা ঘোষনা করেছেন এবং তিনি আগামী মে মাসের সা্ধারণ নির্বাচনে লড়বেন না। বৃটিশ সংবাদ মাধ্যমগুলো বলছে তার পদে স্থলাভিষিক্ত হবেন সম্ভাবত ফিলিপ হামান্ড যিনি বর্তমানে প্রতিরক্ষামন্ত্রীর পদে বহাল রয়েছেন।

কনজার্ভেটিভ দলের নেতা মিঃ ক্যামেরুন দেশের জাতীয় নির্বাচনের আগে ঊর্দ্ধোতন পদগুলোতে চুড়ান্তভাবে আবারো রদবদল করবেন বলেই মনে করা হচ্ছে। নতুন পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম মংগলবার তিনি ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

XS
SM
MD
LG