অ্যাকসেসিবিলিটি লিংক

রূপার্ট মারডক ফোন কারচূপি কেলেংকারীর প্রতি দেখেও না দেখার ভান করেছেন ।


Protester wears a Rupert Murdoch mask, holds puppets of British PM David Cameron, left, and Culture Secretary Jeremy Hunt, outside Lord Justice Brian Leveson's inquiry, High Court, London, April 25, 2012.
Protester wears a Rupert Murdoch mask, holds puppets of British PM David Cameron, left, and Culture Secretary Jeremy Hunt, outside Lord Justice Brian Leveson's inquiry, High Court, London, April 25, 2012.

বৃটেনের পার্লামেন্ট , ট্যাবলয়েড পত্রিকা news of the world-এর ফোন হ্যাকিং বা কারচুপির বিষয় নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে – বলছে , রূপার্ট মারডক এ কেলেংকারীর প্রতি দেখেও না দেখার ভান করেছেন – বিশ্বময়ি মিডিয়া কোম্পানী চালাবার যোগ্যতা তাঁর নেই । মঙ্গলবার প্রকাশিত দ্বিদলিয় কমিটির রিপোর্টে বলা হয় – মারডকের নিউয কর্পোরেশান সংসদকে বিপথগামি করেছে এবং অবৈধ ঐ ফোন কারচূপির ব্যাপারটা থামা চাপা দেবারে চেষ্টা করেছে । বলা হয় ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও ব্যাপক ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে – আর তাতে রূপার্টের পুত্র জেমসের যোগ্যতাও প্রশ্নবিদ্ধ হয়েছে । ১১ সদস্যের প্যানেল ৬-৪ ভোটে দ্বিধাবিভক্ত রায় দিয়েছে – চেয়ারম্যান ভোট দেননি । প্রধানমন্ত্রী ডেইভীড ক্যামারনের রক্ষনশীল পার্টী রিপোর্টের উপসংহার মন্তব্য প্রত্যাখ্যান করেছে । এখন সংসদের নিম্ম কক্ষ হাউস অফ কমন্সকে দন্ডবিধানের সিদ্ধান্ত নিতে হবে ।

XS
SM
MD
LG