অ্যাকসেসিবিলিটি লিংক

আগাম নির্বাচন চাইবেন বৃটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’-


বৃটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’ আজ মঙ্গলবার ঘোষনা করলেন যে, জুনের আট তারিখে তিনি আগাম নির্বাচন চাইবেন।

বৃটেনের য়ুরোপিয় য়ুনিয়ন ত্যাগ করবার সরকারি প্রক্রিয়া শুরুর তিন সপ্তাহ পর মে’ বললেন- বিরোধী দলগুলো এ প্রক্রিয়াকে লক্ষভ্রস্ট করবার হূমকি দিচ্ছে এবং দেশ যেভাবে চাইছে, পার্লামেন্ট সেভাবে সর্বসম্মত সমর্থন যোগাচ্ছে না।

মে’ বললেন- ‘ওয়েস্টমিনিস্টারের সংসদীয় বিভক্তি আমাদের য়ুরোপিয় য়ুনিয়ন ত্যাগের উদ্যোগ ব্রেক্সিট সফলতাকে ঝুঁকিতে ফেলে দেবে এবং তাতে করে ক্ষতিকারক অনিশ্চয়তার উদ্ভব ঘটবে- দেশের ক্ষমতা-কতৃত্ব বিঘ্নিত হবে – অতএব এ পরিস্থিতিতে সাধারণ নির্বাচন দরকার আমাদের এবং সেটা দরকার আমাদের, এখুনি।’

নতুন নির্বাচন ডাকতে কমন্স সভার অনুমোদন লাগবে অবশ্যই।

প্রধান বিরোধী দল লেবার পার্টীর নেতা জেরেমী কোর্বীন, মে’র এহেন ঘোষনায় সাধুবাদ জানিয়েছেন- বলেন, ‘এতে করে বৃটিশ জনগন ভোট দিয়ে সেই সরকারকে ক্ষমতায় আনতে পারবে যে সরকার কিনা সংখ্যাগরিষ্ঠের স্বার্থকে সর্বাগ্রে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেবে’।

XS
SM
MD
LG