অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাজিল ও মেক্সিকোর ওপরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির অভিযোগ


Brazil Protests
Brazil Protests
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) আড়িপেতে গোয়েন্দাগিরি করার কর্মসূচির মধ্যে, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের বিরুদ্ধে আড়িপেতেছে এই নতুন খবরের পরিপ্রেক্ষিতে ব্রাজিল সরকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে সমন জারি করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন রাষ্ট্রদূত টমাস স্যাননকে সোমবার ডেকে পাঠানো হয়। ব্রাজিলের গ্লোবো টিলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে আমেরিকা মিস রৌসেফ এবং ম্যাক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনিয়া নিয়েটোর বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে।
টিভির এক অনুষ্ঠানে রোববার ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকার কলাম লেখক এবং যুক্তরাষ্ট্রের সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ড বলেন, এনএসএ’র ব্যাপক আড়িপাতা কর্মসূচি ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে তিনি গোপন তথ্য পেয়েছেন যে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট রৌসেফের ইমেইলএবং টেলিফোনে আড়িপাতা সহ নজরদারী করেছে।

গ্রিনওয়াল্ড গ্লোব টেলিভিশনকে বলেন, ২০১২ সালের জুন মাসে, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনিয়া নিয়েটোর নির্বাচিত হওয়ার এক মাস আগে বিভিন্নজনের সঙ্গে তার যোগাযোগের ওপর নজরদারি করা হয়েছে।

মিস রৌসেফের অক্টোবর মাসে ওয়াশিংটনে সরকারী সফরের কথা রয়েছে।
XS
SM
MD
LG