অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাসেলসে মারাত্মক আত্মঘাতী বোমা আক্রমণের পর, বিমানবন্দর থেকে প্রথম যাত্রী বাহী বিমান উড্ডয়ন করে


A Brussels Airlines plane takes off at Brussels Airport, in Zaventem, Belgium, April 3, 2016. Under extra security, three Brussels Airlines flights were scheduled to leave Sunday from an airport that is used to handling about 600 flights a day.
A Brussels Airlines plane takes off at Brussels Airport, in Zaventem, Belgium, April 3, 2016. Under extra security, three Brussels Airlines flights were scheduled to leave Sunday from an airport that is used to handling about 600 flights a day.

ব্রাসেলসে দু সপ্তাহ আগে মারাত্মক আত্মঘাতী বোমা আক্রমণের পর, বিমানবন্দর থেকে প্রথম যাত্রী বাহী বিমান উড্ডয়ন করে।

বিমানবন্দরে এবং কাছাকাছি একটি পাতাল রেল স্টেশনে বিস্ফোরণে ৩২ জন নিহত হয় এবং বিমানবন্দরের যে এলাকা থেকে লোকজন যাত্রা শুরু করে সেই এলাকা ধ্বংস হয়ে যায়।

রবিবার সন্ধ্যায় ব্রাসেলস এয়ারলাইন্সের একটি বিমা পোর্টুগ্যালের ফারো শহরের উদ্দেশ্যে রওনা হয়। রবিবার সন্ধ্যায় আরও দুটো বিমান উড্ডয়নের কথা রয়েছে। বিমান বন্দর থেকে বলা হচ্ছে এগুলো প্রতীকি ফ্লাইট। Brussels Airport Company CEO Arnaud Feist শনিবার বলেন, “আমাদের কাজ আবার শুরু করা, তা আংশিক ভাবে হলেও, এত দ্রুত হওয়ায়, একটা আশার ইঙ্গিত বহন করে যা আমাদের অভিন্ন আগ্রহ, মাথা নত না করে উঠে দাঁড়ানোর দৃঢ় মনোবল প্রকাশ করে।”

আগামী দিনগুলোতে আরও ফ্লাইট যোগ দেওয়া হবে।

XS
SM
MD
LG