অ্যাকসেসিবিলিটি লিংক

বেলজিয়ান অভিশংসকরা বলেছেন ব্রাসলসের আক্রমণকারীরা, আগে ফ্রান্সে হামলা চালানোর পরিকল্পনা করেছিলো


In this Belgian Federal Police hand out picture made available April 7, 2016 the third suspect, of the recent attack on Brussels airport is shown, indicated in box, during his escape from the airport after the blasts.
In this Belgian Federal Police hand out picture made available April 7, 2016 the third suspect, of the recent attack on Brussels airport is shown, indicated in box, during his escape from the airport after the blasts.

রবিবার বেলজিয়ান অভিশংসকরা বলেছেন প্যারিসে নভেম্বরে সন্ত্রাসী আক্রমণের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী গ্রুপটি ফ্রান্সে দ্বিতীয় আক্রমণ চালানোর পরিকল্পনা করছিলো, কিন্তু গত মাসে, প্যারিসের পরিবর্তে ব্রাসেল্সে হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তারা।

ব্রাসেলসে বিমান বন্দরে ও একটি মেট্রো স্টেশনে বোমা বিস্ফোরণে ৩২জন নিহত হয়। প্যারিস ঘটনার মূল সন্দেহভাজন সালাহ আব্দেসালাম কে চার মাস খোঁজার পর মোলেনবিক এলাকায় পুলিশ গ্রেপ্তার করার কয়েকদিন পর ব্রাসেলসে বোমা হামলা হয়।

রবিবার অভিশংসকরা বলেন তদন্তে যে দ্রুত গতিতে অগ্রগতি হচ্ছিলো তাতে সন্ত্রাসী গ্রুপটি খুবই বিস্মিত হয়ে তাদের পরিকল্পনা পাল্টে প্যারিসের পরিবর্তে ব্রাসেলসে হামলা চালায়।

XS
SM
MD
LG