অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত পাক সীমান্তে সুড়ঙ্গের সন্ধান লাভ বিএসএফ এর


সংবাদ সংস্থা পিটি আই সুত্রের খবর আন্তর্জাতিক ভারত পাক সীমান্তে তল্লাশি অভিযানে বড়সড় সাফল্য পেল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তারা যে সুরঙ্গ টির সন্ধান পেয়েছে আল্লা মা দি কোঠি আউট পোষ্টের সামনে....তা যদি সময়ে দেখা না যেত তবে দেশ সুরক্ষা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে যেতে পারত। কিন্তু তা হতে দেয়নি বিএসএফ। বিএসএফের আই রাকেশ শর্মা জানিয়েছেন আন্তর্জাতিক সীমান্তে ঘাস যাতে না কাটা হয়....সেজন্য বারে বারে বাধা দিচ্ছিল পাকিস্তান। কিন্তু তারা তা শোনেন নি...এবং ঘাস পরিস্কার করতে গিয়েই এই সুরঙ্গটি আবিস্কার করে বিএসএফ। মাটির থেকে 10 ফুট নীচে খোঁড়া এই সুরঙ্গটি 30 মিটার লম্বা । পাকিস্তানের আফজল সেনা ছাউনি থেকে সহজেই এই সুরঙ্গ দিয়ে ভারত ভূখন্ডে প্রবেশ করা যেত। কিন্তু ভারতের দিকেএর মুখটি এখনো খোঁড়া হয়নি...ফলে সেই সম্ভাবনা নেই। সুরঙ্গ খোঁড়ার এই কাজটি যে জেসিবি দিয়েই করা হয়েছে তা পরিস্কার করে জানিয়েছেন বিএসএফের আধিকারিক রাকেশ শর্মা।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG