অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের সীমান্ত এলাকায় বাফার জোন সৃষ্টিতে সম্মতি


ইউক্রেনের শান্তি আলোচনায় অংশগ্রহণকারীরা সেখানকার সরকারী সৈন্য এবং এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যবর্তী একটি বাফার অঞ্চল তৈরি করতে সম্মত হয়েছে।

শনিবার এই আলোচনায় কর্মকর্তারা বলেন যে দু পক্ষকে তিরিশ কিলোমিটার বাফার অঞ্চল তৈরির লক্ষে তাদের সাঁজোয়া বাহিনী ১৫ কিলোমিটার করে সরিয়ে নিতে হবে।

মিনস্ক এ এই তৃতীয় দফা আলোচনায় যোগ দেন ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট লিওনিদ কুচমা , ইউক্রেনে রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল জুরাবফ স্বঘোষিত Donetsk এবং Luhansk গণপ্রজাতন্ত্রের বহু কর্মকর্তা এবং ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা বা OSCE ‘র প্রতিনিধিরা।

মি কুচমা , যিনি ইউক্রেনের প্রতিনিধিত্ব করেন , বলেছেন যে এই চুক্তি এক দিনের মধ্যেই বাস্তবায়িত করা হবে।

OSCE ‘র পর্যক্ষেকরা বাফার অঞ্চল থেকে সৈন্য সরিয়ে নেওয়ার ব্যাপারটি তদারকি করবেন।

XS
SM
MD
LG