অ্যাকসেসিবিলিটি লিংক

বুরকিনা ফাসোতে ভোটাররা নতুন প্রেসিডেন্ট, সংসদ নির্বাচন করছে


Voters wait in line ahead of voting station in the early hours of Sunday November 29th, in Ouagadougou, Burkina Faso. The population is voting to elect their next president and parliament. (VOA/Emilie Iob)
Voters wait in line ahead of voting station in the early hours of Sunday November 29th, in Ouagadougou, Burkina Faso. The population is voting to elect their next president and parliament. (VOA/Emilie Iob)

বুরকিনা ফাসোতে ভোটাররা রবিবার নতুন প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচন করছে। বলা হচ্ছে যে এই নির্বাচন হচ্ছে দেশের ইতিহাসে সবচাইতে উন্মুক্ত নির্বাচন।

৫০ লক্ষ রেজিস্ট্রিকৃত ভোটার ১৪ জন প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচন করবে। বিশ্লেষকরা নির্বাচনের আগে বলেছেন যে কে জিতবে তার সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না। কোন প্রার্থী ৫০ শতাংশের বেশী ভোট না পেলে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে।

সাবেক প্রেসিডেন্ট ব্লেইস কামপাউরে ২৭ বছর ধরে বুরকিনা ফাসোতে নেতৃত্ব দেন। তিনি চেষ্টা করেছিলেন সংবিধানে প্রেসিডেন্ট মেয়াদের যে সময় সীমা আছে তা তুলে ফেলতে যাতে তিনি আবারও প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে দাড়াতে পাারেন। কিন্তু তাতে জনগন প্তিবাদ বিক্ষোভ করে এবং প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধ্য হন।

XS
SM
MD
LG