অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মী প্রেসিডেন্ট মুসলিমদের জন্য স্কুল খুলে দেবেন


বর্মী প্রেসিডেন্ট থিন সেইন বলেছেন তার সরকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের শিক্ষার উন্নতির জন্য স্কুলগুলো উন্মুক্ত করে দেবে। রোহিঙ্গা মুসলমানরা সংখ্যাগুরু বৌদ্ধ প্রধান দেশের বিরুদ্ধে তাদের নিপীড়ন করার অভিযোগ করে।

প্রেসিডেন্ট থিন সেইন, ভয়েস অফ আমেরিকার বর্মী বিভাগের প্রধান লুইন থানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন মানবাধিকাররের প্রতি মর্যাদা দেওযার জন্য এবং শান্তিতে পাশাপাশি বসবাসের জন্য, শিক্ষা একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। তিনি রোহিঙ্গাদের বাঙ্গালি বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন তাদের জন্য স্কুলগুলো খুলে দেবেন যাতে তারা আধুনিক শিক্ষা পায়।

মিস্টার থিন সেইন আরও বলেন রাখাইন প্রদেশে সাম্প্রতিক হিংসা হানাহানির কোন বিদেশি তদন্তের বিরোধীতা করে বর্মা।
তিনি বলেন তারা নিরপেক্ষ মানবাধিকার কমিশন গঠন করেছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে।
XS
SM
MD
LG