অ্যাকসেসিবিলিটি লিংক

তামার খনির বাইরে বর্মী পুলিশ প্রতিবাদকারিদের ছত্রভঙ্গ করে


বর্মী নিরাপত্তা বাহিনী, বর্মার উত্তরপশ্চিমে প্রত্যন্ত এলাকায় বিতর্কিত তামার খনির বাইরে সমবেত প্রতিবাদকারিদের বিরুদ্ধে খুব ভোরে, জল কামান ও দাঙ্গা দমনের সরঞ্জান নিয়ে হামলা চালায়।

ভয়েস অফ আমেরিকার বর্মী বিভাগের এক সাংবাদিক বলেন অত্যন্ত পক্ষে ২৩ জন ভিক্ষু আহত হন, একজন গুরুতরো ভাবে যখন লেপটাডং খনির বাইরে পুলিশ চড়াও হয় শিবির ভেঙ্গে দেওয়ার জন্য। ১০ জন নিখোঁজ এবং ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বহু প্রতিবাদকারী বলেছে পুলিশ এক ধরনের রাসায়নিক পদার্থ ছড়াবার অস্ত্র ব্যবহার করে যা তাদের ত্বক পুড়িয়ে দিয়েছে। পুলিশ শিবিরে আগুন ধরিয়ে দিয়েছে।
XS
SM
MD
LG