অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মার নির্বাচনে দেশটির বিরোধী দল NLD বিপুল সংখ্যাধিক্য ভোটে এগিয়ে রয়েছে


মিয়াম্মারের National League for Democracy দলের পক্ষ থেকে আজ মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংসদীয় নির্বাচনের ফলাফল প্রকাশ বিলম্বিত করার অভিযোগ উত্থাপিত হয়েছে। এ পর্যন্ত ফলাফল যাই জানা গিয়েছে তাতে দেখা যাচ্ছে, সামরিক মদতপুস্ট ক্ষমতাসীন Union Solidarity Development Party –র চেয়ে দেশটির বিরোধী দল বিপুল সংখ্যাধিক্য ভোটে এগিয়ে রয়েছে।

বিরোধী দলের নেতৃবর্গ দলিয় প্রধান অন সান সূ চীর বাসভবনে সমবেত হলে NLD মুখপাত্র Win Tien মন্তব্য করেন- এই যে খণ্ড খন্ড ভাবে ফলাফল বের করা হচ্ছে, এর মানে কি- ওরা এভাবেই জটীলতা সৃষ্টির চেষ্টা করছে।

এক সময় বর্মা নামে পরিচিত মিয়াম্মারে কয়েক দশকের সামরিক শাসনের পর,বিগত পঁচিশ বছরের ভেতর জাতীয় ভিত্তিতে এই প্রথম অনুষ্ঠিত রবিবারের ঐ নির্বাচনী প্রতিদ্বন্দীতায় তিন কোটিরও বেশি লোক ভোট দিয়েছেন।

NLD ইতিমধ্যে, নির্বাচনে অনেক বড়ো মাপে তাদের জয় হয়েছে বলে দাবি করেছে।মঙ্গলবার BBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে অন সান সূ চী বলেন- প্রতিদ্বন্দীতার অন্তর্গত আসনের পঁচাত্তর ভাগেই জিতেছে তাঁর দল। মিয়াম্মারের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন- মিয়াম্মারের দু’ই কক্ষের সংসদে সামরিক বাহিনীর তরফের ভিটো টপকাতে NLD-কে সংসদের দু’ তৃতীয়াংশ আসন পেতেই হবে এবং ঐ সংসদই দেশের প্রেসিডেন্ট কে হবে তা নির্ধারণ করে।

যুক্তরাষ্ট্রের তরফের পর্যবেক্ষক জেসন কার্টার সাংবাদিকদের বলেন- মুসলিম বিরোধী মনোভাব এ নির্বাচনে বেশ প্রাভাব বিস্তার করে। কার্টার সেন্টারের পক্ষে ইনি আন্তর্জাতিক একটি পর্যবেক্ষক দলের প্রধান হিসেবে মিয়াম্মার যান।

XS
SM
MD
LG