অ্যাকসেসিবিলিটি লিংক

হাজার হাজার রোহিঙ্গা মুসলিম দাঙ্গা ফাসাদের পর এখন বাস করছেন শরনার্থী শিবিরগুলোয়


জাতিসংঘ ,বর্মার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের নাগরিকত্ব এবং দীর্ঘ দিনের অন্যান্য সব দাবি-দাওয়া, চাহিদার বিষয়গুলোর নিস্পত্তি করতে বর্মার প্রতি আহ্বান জানাচ্ছে । হাজার হাজার রোহিঙ্গা মুসলিম দাঙ্গা ফাসাদের পর এখন বাস করছেন শরনার্থী শিবিরগুলোয় ।
জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা আজ মঙ্গলবার বলেছে – বর্মার পশ্চিমাঞ্চলবর্তী রাখাইন প্রদেশে বাস্তুহারা হয়ে রয়েছেন ১ লক্ষ ৪০ হাজার মানুষ । এক বছর আগে বৌদ্ধ ও মূসলিমদের মধ্যেকার সংঘাতে প্রায় দু’শো জনের মৃত্যু হয় । রিপোর্টে বলা হয় – মানবিক সহায়তার পরিমান বাড়িয়ে তাত্ক্ষনিকভাবে বাস্তুচ্যুত লোকজনের প্রয়োজনাদি মেটানো হয় । বলা হয় এসবই হ’লো অস্থায়ি বন্দোবস্ত এবং টেকসই শান্তি ও সম্প্রিতির পরিবেশ গড়তে দ্বন্দ-বিরোধের মূল উত্সগুলোর নিস্পত্তি করতে হবে অবশ্যই । বিশেষ করে রাখাইন প্রদেশের ৮ লক্ষ মূসলিমের নাগরিকত্বের বিষয়টির সমাধান করতে হবে ।
XS
SM
MD
LG