অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের বিস্ফোরণে ইটালির কনসুলার দপ্তরের ক্ষতি , একজন নিহত


মিশরে কর্তৃপক্ষ বলছে এয কায়রোতে ইটালির কনসুলার দপ্তরের বাইরে বড় রকমের এক বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত আরও চারজন আহত হয়েছে। দপ্তরটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং একটি মাটির তলার একটি পাইপ ফেটে গেল গোটা এলাকা পানিতে ডুবে যায়।

কর্তৃপক্ষ বলছে যে আজ সকাল বেলার ঐ বিস্ফোরণটি সম্ভবত ছিল গাড়ি বোমা বিস্ফোরণ মনে করা হচ্ছে বোমাটি একটি পার্ক করা গাড়ির নীচে স্থাপন করা হয় এবং দূর নিয়ন্ত্রণের মাধ্যমে তাতে বিস্ফোরণ ঘটানো হয়।

তাৎক্ষণিক ভাবে কেউই এই হামলার দায় স্বীকার করেনি । হামলার সময় কনস্যুলারের দপ্তরটি বন্ধ ছিল। ইটালির পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় বলেন যে এ ধরণের হামলায় ইটালি ভয় পেয়ে যাবে না। তিনি বলেন এই ঘটনায় ইটালির কেউই হতাহত হয় নাই।

দু বছর আগে সামিরক বাহিনী মিশরের ইসলাম পন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসিকে ক্ষমতাচ্যুত করার পর মিশরে অসংখ্যা মারাত্মক সব আক্রমণ হয়েছে। অধিকাংশ হামলার লক্ষবস্তু হয়েছে নিরাপত্তা বাহিনী এবং মিশরের কর্মকর্তারা ।

XS
SM
MD
LG