অ্যাকসেসিবিলিটি লিংক

বিরোধীদলগুলি নিশ্চিহ্ন করার চেষ্টায় তৃণমূল কংগ্রেস: অভিযোগ বিরোধী নেতাদের


গত মে মাসে পশ্চিমবঙ্গে দ্বিতীয় বার ক্ষমতায় আসবার পর থেকে বিরোধীদলগুলি থেকে লোক ভাঙিয়ে তাদের এক রকম নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টায় নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। কোথাও ক্ষমতা ও অর্থের লোভ, কোথাও-বা ভয় দেখিয়ে এই দল ভাঙানোর খেলা চলছে বলে অভিযোগ বিরোধী নেতাদের।

তাঁরা প্রশ্ন তুলছেন, এক দলের প্রতীকে নির্বাচিত হয়ে আসবার পরে অন্য দলে চলে যাওয়া তো মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা। এ অত্যন্ত অনৈতিক কাজ। কিম্তু আজকের রাজনীতিতে নৈতিকতার জোর রয়েছে আর কতটুকু?

রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর যে দীর্ঘ দিনের ঘাঁটি মুর্শিদাবাদ জেলা, ভাঙন ধরেছে সেখানেও। কিংবা, শিলিগুড়ি পুরসভায় কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় এসেছিল যে বামপন্থীরা, সেখানেও অবস্থা টলোমলো। এ ভাবে চলতে থাকলে রাজ্যের রাজনীতি ক্রমশ বিরোধীশূন্য হয়ে উঠবে। তেমন হওয়াটা রাজ্য রাজনীতির পক্ষে কি মঙ্গল? এ প্রশ্ন আবার তুলছেন বিরোধীরা। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG