অ্যাকসেসিবিলিটি লিংক

আইএসের বাংলাভাষী উইংয়ে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে এসটিএফ


আইএসের বাংলাভাষী উইংয়ের সঙ্গে সংস্রবের অভিযোগে শিলচর থেকে তড়িঘড়ি সন্দেভাজন এক যুবককে গ্রেপ্তার করে নিয়ে এল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

ধৃত জাবিরুল ইসলামের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০ হাজার টাকার জাল নোট। অসম-বাংলা মডিউলের আইএস নেটওয়ার্কের সঙ্গে জড়িত এই সদস্য সংগঠনের হয়ে মূলত ভাবধারা প্রচারের সঙ্গে যুক্ত বলে অসম পুলিশ সূত্রে খবর। তার সঙ্গে এ রাজ্যে আইএসের হয়ে কাজ করা জেহাদিদের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। একইসঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামায়েত উল মুজাহিদিনের (জুম) সঙ্গে যোগসূত্রও রয়েছে জানা যাচ্ছে।

ধৃত জাবিরুল এ রাজ্যে জাল নোট পাচারের আড়ালে গোপনে জেহাদি কার্যকলাপ চালাচ্ছিল বলে খবর। জাল নোটের মামলায় তাকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসার পর এ রাজ্যে তার কার্যকলাপ ও আইএস যোগের বিষয়টি নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলেও রাজ্য প্রশাসনের খবর। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG