অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতার বিদ্যুৎ চাহিদা রেকর্ড পরিমান ২,০৫৯ মেগাওয়াটে পৌঁছেছে


২০১৬ সালটাকে পশ্চিমবঙ্গের মানুষ অনেক দিন মনে রাখবেন অস্বাভাবিক গরমের জন্য । মঙ্গলবার কলকাতার বিদ্যুৎ চাহিদা ২,০৫৯ মেগাওয়াটে পৌঁছে গিয়ে নতুন রেকর্ড হয়েছে।

বিদ্যুৎকর্তারা বলছেন, এই চাহিদার এক-চতুর্থাংশ বা ৫০০ থেকে ৫৫০ মেগাওয়াট আসছে স্রেফ এয়ার কন্ডিশনারের (এসি) ব্যবহার থেকে । কেবল কলকাতাই নয়, বাড়িতে এসি বসাচ্ছেন শহরতলীর মানুষও। আর পুরনো কলকাতায় অনেক বাড়িতেই দ্বিতীয় বা তৃতীয় এসি'ও বসানো হচ্ছে।

বিদ্যুৎকর্তারা জানাচ্ছেন, কেবল মার্চ-এপ্রিল, এই দু মাসেই বাড়িতে এসি বসাতে ৪০,৩৪৭টি দরখাস্ত জমা পড়েছে । আগের বছরের এই দু'মাসে দরখাস্ত ছিল মাত্র ৯,৮৫৫টি । মানুষের জীবনযাপনের ধরণ সত্যিই বদলে যাচ্ছে । তবে সন্দেহ নেই, এবারের অস্বাভাবিক গরমই জীবনযাপনের ধাঁচ বদলানোর চালিকা শক্তি । কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG