অ্যাকসেসিবিলিটি লিংক

২০২০ সালের মধ্যে নতুন পাঁচ লাইন বাবদ আরও ৭২ কিলোমিটার মেট্রো লাইন যোগ হবে কলকাতায়


সবেধন নীলমণি একটি মাত্র মেট্রো লাইন নিয়েই এত দিন সন্তুষ্ট থাকতে হচ্ছিল কলকাতার মানুষকে। ২০১০-১১ অর্থ বছরের রেল বাজেটে আরও পাঁচটি লাইনের প্রস্তাব করা হয় ও সেগুলির জন্য কাজও শুরু হয়। কিন্তু অর্থাভাব ও জমি অধিগ্রহণের সমস্যায় কাজ চলছিল ধীর গতিতে। কিন্তু সম্প্রতি কেন্দ্র-রাজ্য সম্পর্কের উন্নতি হওয়ায় কাজে গতি এসেছে। আশা করা যেতে পারে, সব পরিকল্পনামাফিক চললে ২০২০ সালের মধ্যে নতুন পাঁচ লাইন বাবদ আরও ৭২ কিলোমিটার মেট্রো লাইন যোগ হবে। তখন কলকাতায় মেট্রো পথের দৈর্ঘ বেড়ে প্রায় ১০০ কিলোমিটার হয়ে যাবে। তখন কেবল দিল্লিতেই কলকাতার চেয়ে বেশি দীর্ঘ মেট্রো রেল থাকবে। এই পাঁচটি নতুন লাইন হল, নোয়াপাড়া-দক্ষিণেশ্বর, নোয়াপাড়া-এয়ারপোর্ট, পূর্ব-পশ্চিম রুট, নিউগড়িয়া-এয়ারপোর্ট এবং জোকা-এসপ্লানেড। এখন প্রশ্ন, অর্থের সরবরাহ বজায় থাকবে কিনা এবং প্রয়োজনীয় জমি জোগাড়ে রাজ্য সরকার কতখানি সাহায্য করে।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:05 0:00

XS
SM
MD
LG