অ্যাকসেসিবিলিটি লিংক

বোকো হারামের হামলায় ক্যামেরুনে ৯১ জন নিহত


ক্যামেরুন বলছে যে নাইজেরিয়ার বোকো হারামের জঙ্গিরা বুধবার ক্যামেরুনের একটি গ্রাম দখল করে নেওয়ার পর সেখানে তারা ৯১ জন অসামরিক লোককে হত্যা করেছে।

প্রতিরক্ষা মন্ত্রী এডগার্ড এলেইন এনগো ভয়েস অফ আমেরিকার সংবাদদাতাকে বলেন যে সীমান্ত নগরী ফটোকলের আশ পাশে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ক্যামেরুনের ৬ জন সৈন্য এবং চাদের ১৩ জন সৈন্য নিহত হয়েছে।

মন্ত্রী বলেন যে ঐ সংঘাতে অন্তত ৫০০ জন আহত হয়েছে এবং বলছেন যে হিতদের সংখ্যা বাড়তে পারে কারণ আহতদের অনেককেই হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।

বোকো হারাম ঐ অঞ্চলের জন্যে হুমকি হয়ে উঠেছে , এই উদ্বেগের কারণেই চাদ এবং ক্যামেরুন এই উগ্রবাদী ইসলামি গোষ্ঠির বিরুদ্ধে লড়াই করতে সৈন্য মোতায়েন করেছে।

ক্যামেরুনের সরকারী মুখপাত্র বলেছেন যে বুধবার আবারও ফটোকলে আক্রমণ চালালে জঙ্গিরা বিপুল ক্ষয় ক্ষতির শিকার হয়।

XS
SM
MD
LG