অ্যাকসেসিবিলিটি লিংক

আটককৃত ইউরোপীয় পর্যবেক্ষকরা বলছেন তাঁরা সুস্থ আছেন


একদল ইউরোপীয় পর্যবেক্ষক যাদের, পূর্ব ইউক্রেইনে রুশপন্থী বিদ্রোহীরা আটক করেছিল তাঁরা গত রোববার জনসমক্ষে হাজির হয়েছেন। তাঁদের উদ্দেশ্য সবাইকে আশ্বস্ত করা যে তাঁদের প্রতি কোন অন্যায় আচরণ বা তাঁদেরকে অত্যাচার করা হচ্ছে না। তাঁদের মুক্তির জন্যে আলোচনা, দর কষাকষি শুরু হয়েছে।

এই পর্যবেক্ষক দলটি অর্গানিজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো অপারেশন ইন ইউরোপের অংশ। তাদের প্রধান জার্মান কর্নেল অ্যাক্সেল শ্নাইডার স্লোভিয়ান্সকের প্রতিবেদকদের আশ্বস্ত করেছেন, তাঁরা সুস্থ আছেন।

বিদ্রোহীরা ঐ ৮জন সামরিক পর্যবেক্ষককে যুদ্ধবন্দী আখ্যা দিয়েছে। শ্নাইডার বলেছেন, তাদেরকে রাজনৈতিক কারণে আটক রাখা হয়েছে।

অর্গানিজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো অপারেশন ইন ইউরোপ একটি প্রতিনিধিদল পূর্ব ইউক্রেইনে পাঠিয়েছে, শহরের স্বঘোষিত মেয়র মিঃ পোনোমারিয়ফের সঙ্গে বন্দীমুক্তি বিষয়ে আলোচনার জন্যে।

এছাড়া বিদ্রোহীরা, ইউক্রেইনের নিরাপত্তা বাহিনীর আটককৃত তিন সদস্যকে দেখিয়েছে। তাদের এসময় চোখ বাঁধা ছিল এবং শরীর ছিল রক্তাক্ত। তাদের প্যান্ট ও জুতোবিহীন অবস্থায় দেখা গেছে।
XS
SM
MD
LG