অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে হিযবুত তাহরিরের প্রধান সমন্বয়কারীসহ অন্যদের বিচার শুরু


সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমদ এবং আরও ৫ জনের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকার একটি আদালত এই ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২৪ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে। মহিউদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করাকালীন ২০১০ সালে গ্রেফতার হন।

এদিকে, ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি ক্ষুদ্রাকৃতির আগ্নেয়াস্ত্র বা স্মল আর্মসসহ বাংলাদেশী বংশোদ্ভূত দুজন জার্মান নাগরিককে আটক করা হয়েছে। শুল্ক কর্তৃপক্ষ আগ্নেয়াস্ত্রগুলোর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেছে। শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে ৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৫টি জার্মানির এবং ৪টি তুরস্কের তৈরি।
র‌্যাপিড এ্যকশন ব্যাটালিয়ান বা র‌্যাব চট্টগ্রামের একটি বস্তি থেকে একটি একে-২২, একটি রাইফেল এবং অন্যান্য কিছু অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালের দিকে শুরু হওয়া ৪ ঘন্টার এই অভিযানে দুজনকে আটক হয়েছে।

XS
SM
MD
LG