অ্যাকসেসিবিলিটি লিংক

ইবোলা নিয়ন্ত্রণে সাফল্যের কথা বলেছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান


যুক্তরাষ্ট্রের Centers for Disease Control এর প্রধান বলছেন যে আফ্রিকায় ইবোলার বিরুদ্ধে লড়াই দীর্ঘ এবং কঠিন হবে তবে তিনি এটাও বলেন যে এ ব্যাপারে সত্যি সত্যি অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।

মঙ্গলবার অ্যাটলান্টায় সংবাদ মাধ্যমকে ড টমাস ফ্রাইডেন বলেন যে এই সব অগ্রগতির মধ্যে রয়েছে উন্নতর প্রশিক্ষণ , ভাইরাস সম্পর্কে আরও ভালো ভাবে বোঝা এবং ইবোলায় নিহতদের সমাহিত করার সময় সহ সব সময়ে নিরাপদে থাকা।

ফ্রাইডেন আরও বলেন যে নাইজেরিয়ায় নতুন করে কারও ইবোলায় আক্রান্ত হবার খবর পাওয়া যায়নি এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে এই রোগকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন যে লাইবেরিয়ার অংশ বিশেষে নতুন করে ইবোলায় আক্রান্ত রোগির সংখ্যা কমে আসছে।

XS
SM
MD
LG