অ্যাকসেসিবিলিটি লিংক

অবশেষে ইউক্রেনের অস্ত্র বিরতি সম্পাদিত


মিশরের একটি আদালত আল জাজিরার দু জন সাংবাদিককে মুসলিম ব্রাদারহুডকে মুক্তি দিয়েছে। মামলা পুনর্বিচারের জন্যে ২৩শে ফেব্রুয়ারী পর্যন্ত আদারত মুলতবী করা হয়েছে।

কায়রোর একজন বিচারক মোহাম্মদ ফাহমিকে তেত্রিশ হাজার ডলার জামিনে এবং তার সহকর্মী বাহের মোহাম্মদকে কোন জামিন ছাড়াই মুক্তি দেয়।

ফাহমি একই সঙ্গে কানাডা এবং মিশরের নাগরিক ছিলেন কিন্তু মুক্তি পাবার আশায় এ মাসে তিনি তার মিশরের নাগরিকত্ব ত্যাগ করেন । আল জাজিরার তৃতীয় একজন সাংবাদিক , অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্টকে আগেই মুক্তি দিয়ে পয়লা ফেব্রুয়ারী তার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই তিনজনকেই ২০১৩ সালের ডিসেম্বর মাসে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিভিন্ন মেয়াদের কারাদন্ড দেওয়া হয়।

তবে গত মাসেই আপীল আদালত বলে যে সরকারী কৌসুলীরা এ ব্যাপারে পর্যাপ্ত প্রমাণ তুলে ধরতে পারেননি যে তারা মুসলিম ব্রাদারহুডকে সমর্তন করেছিল। এই আপীল আদালত তাদের পুনঃবিচারের আদেশ দেয়।

আল জাজিরা জোরালো ভাবেই বলে এসছে যে এই তিনজন কোন ভুল করেনি এবং তাদের মুক্তির দাবি করে।

XS
SM
MD
LG