অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার সরকারকে রহিংগাদের জীবনযাত্রার মান উন্নত করতে হবেঃ জাতিসংঘ 


আংসান শুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি পার্টি যারা মিয়ানমারের অসামরিক সরকার গঠন করতে যাচ্ছে, জাতিসংঘ তাদেরকে সে দেশের সংখ্যালঘু রহিংগা সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করার জন্য ১'শ দিন সময়সীমা ধার্য করে দিয়েছে। তবে নতুন সরকার ঐ কাজ করতে সক্ষম হবে কিনা সে সম্পর্কে যথেষ্ট সন্দেহ রয়েছে।

মিয়ানমারের বিদায়ী সরকার প্রায় চার বছর পর মঙ্গলবার অস্থিতিশীল রহিংগা রাজ্য থেকে জরুরী অবস্থা প্রত্যাহার করে নিয়েছে।

সম্প্রতি রহিংগাদের সে দেশের নাগরিকত্ব প্রদানে অস্বীকৃতি জানানো হয়েছে এবং তার অপরে চরম ভাবেনির্যাতন চালানো হচ্ছে। রহিংগারা মিয়ানমারে স্বাধীন ভাবে চলাচল করতে পারেনা। তাদের বিয়ে করা অথবা সন্তান ধারণ করার অনুমতি নেই।

XS
SM
MD
LG