অ্যাকসেসিবিলিটি লিংক

শেভরনের মামলায় বাংলাদেশের জয়লাভ


শেভরনের মামলায় বাংলাদেশের জয়লাভ
শেভরনের মামলায় বাংলাদেশের জয়লাভ

আন্তর্জাতিক তেল কোম্পানি শেভরন বাংলাদেশ সরকারের কাছ থেকে তেল অনুসন্ধানের এক কর্মসূচিতে বিনিয়োগকে কেন্দ্র করে বিরোধ নিস্পত্তির জন্যে যে ৪৯০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিল , আন্তর্জাতিক আদালত সেই আবেদন নাকচ করে দিয়েছে। সোমবার লন্ডনে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ডিসপুটস (ইকসিড) আদালতে তিন বিচারক এ মামলার রায় ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে আমেরিকান কোম্পানী শেভরনের। শেভরন জানিয়েছে, তারা রায়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
সিলেটের জালালাবাদ ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহে পাইপলাইন ব্যবহার খরচ (হুইলিং চার্জর্) নিয়ে জটিলতা দেখা দেয়। ফলে শেভরন পেট্রোবাংলার বিরুদ্ধে মামলা করে। কারণ পেট্রোবাংলা।হুইলিং চার্জ (পাইপলাইনে গ্যাস পরিবহন খরচ) বাবদ ৪ শতাংশ গ্যাসের অর্থ কেটে রাখছে। এতে শেভরন নাখোশ হয়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ডিসপিউটস ‘এ (ইকসিড) ২০০৬ সালের ১৭ মার্চ মামলা করে।

XS
SM
MD
LG