অ্যাকসেসিবিলিটি লিংক

তাইওয়ান এবং চীনের ঐতিহাসিক বৈঠক সিঙ্গাপুরে অনুষ্ঠিত


তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জেউ বলছেন যে তাইওয়ানের জনগণের জন্য নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি তিনি আজ চীনা প্রেসিডেন্ট ঝি জিনপিং কাছে প্রধান বার্তা হিসেবে উপস্থাপন করেছেন।

প্রেসিডেন্ট মা সংবাদদাতাদের বলেন যে তাইওয়ান প্রণালী পেরিয়ে চীন যে ক্ষেপনাস্ত্র মোতায়েন করেছে সে সম্পর্কে তিনি চিনা প্রেসিডেন্টের কাছে এক ঘন্টা ব্যাপী এই বৈঠকে তাঁর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান প্রেসিডেন্ট ঝি বলেছেন যে ঐ ক্ষেপনাস্ত্র তা্‌ইওয়ানকে তাক করে মোতায়েন করা হয়নি।

প্রেসিডেন্ট মা বলেন দু পক্ষের মধ্যে দূরত্ব দূর করতে , উভয় পক্ষকে সংহতি , মর্যাদা এবং সদিচ্ছার উপর ভিত্তি করে সম্পর্ক গড়তে হবে। সুতরাং তিনি বিশেষ করে বলেন যে উভয় পক্ষের উচিৎ বৈরিতা কে বন্ধুত্বে রূপান্তরিত করা।

তাইওয়ান এবং চীনের নেতারা আজ সিঙ্গাপুরে তাদের শীর্ষ বৈঠক শুরু করার আগে ঐতিহাসিক করমর্দন করেন। ১৯৪৯ সালের পর এই প্রথম দু পক্ষের মধ্যে সরাসরি বৈঠক হচ্ছে ।

বৈঠক শুরুর আগেই তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জেউ এবং চীনা নেতা ঝি জিনপিং পরস্পরকে দেখে মুচকি হাসেন এবং একদল সাংবাদিকের প্রতি হাত নাড়েন।

XS
SM
MD
LG