অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্ত এলাকায় সেনা সামর্থ্য বাড়াচ্ছে চীন


চীন বলেছে তারা বিতর্কিত সাগর অঞ্চলসহ তাদের সীমান্ত এলাকায় সেনা সামর্থ্য বাড়াবে তবে তাদের কোনো প্রতিবেশীর সঙ্গে কোনো ধরণের ঝগড়ায় জড়াবে না।

চীনের মন্ত্রীপরিষদ মঙ্গলবার নীতিমালা বিষয়ক প্রতিবেদনে জানিয়েছে পিপলস লিবারেশন আর্মি এখন থেকে আঞ্চলিক বিমান প্রতিরক্ষাকে প্রতিরক্ষা এবং আক্রমন দুই ভাবেই ব্যাবহার করবে। সাগর রক্ষায় সেনাবাহিনী বিশেষ ভূীমকা রাখবে বলেও উল্লেখ করা হয়।

দক্ষিন চীন সাগরে বেইজিং এর দ্বীপপুঞ্জ গঠন প্রয়াসের ঘোষণার পর যুক্তরাস্ট্রের সঙ্গে এ বিষয়ে হওয়া বিতর্কের পর আজ চীনের মন্ত্রীপরিষদ এই নীতিমালা বিষয়ক প্রতিবেদন প্রকাশ করলো।

XS
SM
MD
LG