অ্যাকসেসিবিলিটি লিংক

চীনা সেনাবাহিনীর ৩টি নতুন ইউনিট খোলা হয়েছে


আরো দক্ষ এবং শক্তিশালী সেনাবাহিনী গড়ার লক্ষ্যে চীনা সেনাবাহিনীর ৩টি নতুন ইউনিট খোলা হয়েছে। এই সেনা ইউনিট চীনের সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধে সময়ে প্রয়োজনানুসারে কাজ করবে।

শুক্রবার চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গনমাধ্যমে ঘোষণা করা হয় চীন তার কৌশলগত ক্ষেপনাস্ত্র দেখাশুনার জন্যে আলাদা একটি সেনা বহর তৈরী করবে। এছাড়া সেনাবাহিনীর জেনারেল কমান্ডের আওতায় একটি ভূমি বহর ও যুদ্ধরত সেনাদের সহায়তায় একটি সাপোর্ট ইউনিট গঠন করা হবে।

প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন চীনের শক্তিশালী সেনাবিহনী গঠনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এই নতুন ইউনিটগুলো গঠিত হচ্ছে।

এর একদিন আগে পারমানবিক শক্তি ব্যাবহার করে উড়োজাহার বহনকারী যান এর ঘোষণা দেয় চীন।

XS
SM
MD
LG