অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন যে দুই সুদানই তাদের সীমান্ত সংলগ্ন এলাকায় সংঘাত বন্ধ করবে ।


চীনের নেতা , দু’ই সূদানের প্রতিই সংযম প্রদর্শনের জন্যে আহ্বান জানিয়েছেন দক্ষিন সূদানের প্রেসিডেন্ট সালভা কীর – সূদান তাঁর দেশের বিরূদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে একথা বলবার পর ।

মী: কীর বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট হূ জিন্তাওয়ের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন । বলেন এটা দক্ষিন সূদানের জন্যে একটা সংকট মূহূর্তে ঘটছে কেননা আমাদের প্রতিবেশি খার্তুম , দক্ষিন সূদান প্রজাতন্ত্রের বিরূদ্ধে যূদ্ধ ঘোষনা করেছে । চীনের সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা যেহেতু গুরত্বপূর্ণ বলে গন্য করি তাই এই সময়টাতে আমি চীন সফরে এসেছি । অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে শরিক সম্পর্কের দেশ চীন আমাদের ।

এ্যাক্ট –

পরে চীনের টেলিভিশন সম্প্রচারে বলা হয় – মি: হূ আশা প্রকাশ করেছে যে দুই সুদানই তাদের সীমান্ত সংলগ্ন এলাকায় সংঘাত বন্ধ করবে এবং শান্তিপূর্ন সংলাপের মধ্যে দিয়ে নিজেদের ভেতরের সমস্যাগুলোর ফয়সলা করে নেবে ।

সীমান্ত এবং তেল রাজস্ব নিয়ে সূদান ও দক্ষিন সূদান বেশ কয়েক সপ্তাহ যাবতই প্রায় পুরোদস্তুর যুদ্ধাবস্থার মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছে । দু’ দেশ থেকেই বড়ো মাপে তেল কিনে থাকে চীন ।

XS
SM
MD
LG