অ্যাকসেসিবিলিটি লিংক

তৃতীয় দিনের ন্যায় পতন ঘটেছে চীনের মুদ্রা ইউয়ানে’র মান


টানা তৃতীয় দিনের ন্যায় পতন ঘটেছে চীনের মুদ্রা ইউয়ানে’র মান। বৃহস্পতিবার চীনের কেন্দ্রীয় ব্যাংক ইউয়ানের মান আগের দিনের চেয়ে এক শতাংশ কমিয়ে দাম ধার্য করে যার মূল্যমান হয় ১ ডলারে ৬.৪০ ইউয়ান।

গত মঙ্গলবার থেকে ইউয়ানের মান ৩ শতাংশেরও বেশী কমেছে। কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করছে এর মান যেনো আর কেনোভাবেই না কমে।

চীনে গুজব রয়েছে যে বেইজিং ইউয়ানের দাম ১০ শতাংশ পর্যন্ত কমাতে প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ডেপুটি গভর্ণর ই গ্যাং বৃহস্পতিবার ঐ বক্তব্যকে স্রেফ গুজব বলে উড়য়ে দেন। তিনি বলেন এটা সম্পূর্ন বানোয়াট ও ভিত্তিহীন।

চীনা মুদ্রামানের পতনের প্রভাব পড়েছে এশিয়ার বিভিন্ন দেশের শেয়ার বাজারেও। বিশ্বের দ্বীতিয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের এই অবস্থা ভাবিয়ে তুলেছে বিনিয়োগকারীদেরকেও।

XS
SM
MD
LG