অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে উচ্চ তাপমাত্রার কারনে বেশ কয়েক জনের প্রাণহানী



চীনের অধিকাংশ এলাকা জুরে উচ্চ তাপমাত্রার কারনে বেশ কয়েক জন মারা গিয়েছে। চীনা কর্তৃপক্ষ প্রচন্ড তাপমাত্রা বাড়ার কারনে সেখানে জরুরী সতর্কতা জারী করেছে।

রাষ্ট্র পরিচালিত সিনহুয়া সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে সাংহাই-এ অত্যন্ত গরমের কারনে হিট ষ্ট্রোকে ১০ জন মারা গিয়েছে। সেখানে ৯ দিন ধরে তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াসের ওপরে রয়েছে। কর্মকর্তারা বলছে, ১৪০ বছরে সাংহাইএ এত গরম আগে কখনো পরেনি।

চীনের আবহাওয়া প্রশাসন প্রথম বাবের মত দ্বিতীয় মাত্রার জরুরী অবস্থা জারি করেছে। জনগণকে বাইরের কাজকর্ম সীমিত করা এবং বাড়ীতে শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্র অর্থাৎ এয়ারকন্ডিশন ব্যবহার করার কথা বলেছে।

সাংহাই, চংচিং এবং হুনান প্রদেশসহ চীনের দক্ষিণ এবং মধ্যাঞ্চলের ৯টি প্রদেশে জরুরী সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়ার খবরে সর্তক করা হয়েছে যে সেখানে খুব শিঘ্রী আবহাওয়ার পরিবর্তন হবে না বলেই মনে হচ্ছে।
XS
SM
MD
LG