অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন চীন সাগরে কৃত্রিম দ্বীপে বিমান নামায় চীনের প্রতিবেশীদের সঙ্গে নতুন উত্তেজনা শুরু


দক্ষিন চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপগুলোর একটিতে বেইজিংএর তরফে করা একটি রানওয়ের পরীক্ষার পর চীন এবং তার প্রতিবেশীদের সঙ্গে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

কৃত্রিম দ্বীপগুলোর মধ্যে ফেইরী ক্রস রীফের একটি রানওয়েতে একটি বিমান অবতরনের পর, ওই দ্বীপগুলোর শরীকানা নিয়ে দ্বন্দ্বে থাকা তাইওয়ান, ভিয়েতনাম, ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। সোমবার ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন এর বিরুদ্ধে তারা ব্যাবস্থা গ্রহণ করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক মুখপাত্র বলেন ওই রানওয়েতে বিমান নামিয়ে দেখা হলো সাধারন মানুষ সেখানে বিমানে কের যেতে পারবেন কি না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র জন কিরবি বলেন ফেইরী ক্রস রীফে চীনের বিমান অবতরন ওই অঞ্চলের মধ্যেকার উত্তেজনা বৃদ্ধি করেছে।

XS
SM
MD
LG