অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের প্রধানমন্ত্রী হিসেবে লি কেকিয়াংয়ের নাম ঘোষণা করেছে



চীনের পার্লামেন্ট প্রধানমন্ত্রী হিসেবে লি কেকিয়াংয়ের নাম ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে চীনের কমিউনিস্ট পার্টি তাদের এক দশকের ক্ষমতার পালা বদল প্রায় চূড়ান্ত করছে।

ন্যাশনাল পিপলস কংগ্রেসে শুক্রবার সর্বসম্মতিক্রমে ইংরেজী ভাষায় দক্ষ মিঃ লি, ওয়েন শিয়াবাউএর স্থলাভিষিক্ত হলেন। বিষয়টি আগে থেকেই প্রায় নিশ্চিত ছিল।৫৭ বছর বয়ষ্ক এই নেতা চীনের অর্থনীতি এবং সরকারে নেতৃত্ব দেবেন।

চীনের সর্বোচ্চ পদের আসীন হওয়ার সব রকম আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে পার্লামেন্ট, কমিউনিস্ট পার্টির সিদ্ধান্তের সংগে একযোগে একদিন আগে বৃহস্পতিবার ক্ষমতাসীন শি জিনপিংকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।

নভেম্বর মাসে দলের সম্মেলনের পর থেকেই এই দু’জন চীনের অর্থনৈতিক অগ্রগতি, পরিবেশ দূষণ কমানো এবং ব্যাপক দূর্নীতি দমনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। আশা করা হচ্ছে যে এই দুইজন তাদের পদে আগামি ১০ বছর অধিষ্টিত থাকবেন।
XS
SM
MD
LG