অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সম্পর্কে চীনা প্রেসিডেন্ট


চীনা প্রেসিডেন্ট ঝি জিনপিঙ্গ বলছেন যে ওয়াশিংটনের সঙ্গে বেইজিং এর সম্পর্ক এক ক্রান্তিকালে রয়েছে যেখানে অতীত সাফল্যকে যেমন এগিয়ে নিতে হবে তেমনি ভবিষ্যতের জন্যে নতুন মাত্রা তৈরি করতে হবে। তিনি বলেনযে যেদিন তিনি চীনের নেতা হলেন , প্রেসিডেন্ট ওবামা তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দুটি দেশ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রকাশ করে।

সোমবার বেইজিং এ সফররত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলনের সঙ্গে একটি বৈঠকে এই বক্তব্য হয়। তিনি মি ঝি এবং যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে আগামি সপ্তার শীর্ষ বৈঠকের প্রস্তুতির জন্যে এখন বেইজিং এ রয়েছেন।

ডনিলন চীনা প্রেসিডেন্টকে বলেন যে এই শীর্ষ বৈঠক হবে দুই প্রেসিডেন্টের মধ্যে , যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক এবং আরও আঞ্চলিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনার গুরুত্বপূর্ণ সুযোগ।
XS
SM
MD
LG