অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও চীনের দুই প্রেসিডেন্ট বৈঠক শেষ করেছেন, নতুন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাদের দুদিনের অনানুষ্ঠানিক বৈঠক শেষ করেছেন। যে সব বিষয়ে তারা আলোচনা করেন তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল সাইবার নিরাপত্তা, উত্তর কোরিয়া এবং জলবায়ু পরিবর্তন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন সাংবাদিকদের বলেন দুই নেতা এ বিষয়ে একমত হন যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ এর মূল চাবিকাঠি হবে সাইবার নিরাপত্তা বিষয়ে মতভেদ নিরসন করা।

ডনিলন বলেন দুই নেতা এবিষয়েও একমত হন যে উত্তর কোরিয়াকে তাদের পারমানবিক অস্ত্র কার্যক্রম পরিত্যাগ করতে হবে।

তিনি বলেন “সাইবার নিরাপত্তা বিষয়ে আলোচনা না হলে, এবং যুক্তরাষ্ট্রের সম্পত্তি সরাসরি চুরি অব্যাহত থাকলে, চলতি অর্থনৈতিক সম্পর্কে একটা কঠিন সমস্যা দেখা দেবে।”
XS
SM
MD
LG