অ্যাকসেসিবিলিটি লিংক

হত্যার দায়ে চীনা নারীর স্থগিত মৃত্যুদন্ডাদেশ


একজন ব্রিটিশ ব্যবসায়ীকে হত্যার দায়ে চীনের কমিউনিস্ট পার্টির অপমানিত নেতা বো জিলাই’এর স্ত্রীকে চীনের একটি আদালত স্থগিত মৃত্যুদন্ডাদেশ দিয়েছে। এই মামলাটি সেখানকার কমিউনিস্ট পার্টিকে নাড়া দিয়েছে ।

গু কাইলাই , যিনি এই হত্যার দায় স্বীকার করেছেন , তাকে ইচ্ছাকৃত ভাবে হত্যার জন্যে সোমবার দোষী সাব্যস্ত করা হয় । তাকে দু বছরের জন্যে স্থগিত মৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়েছে। এই স্থগিতাদেশের মানে হচ্ছে তিনি যদি আগামি দু বছর আর কোন অপরাধ না করেন , তা হলে তার প্রাণদন্ড , যাবজ্জীবন কারাদন্ডে রূপান্তরিত হবে।
পরিবারের একজন , যে কীনা এই হত্যাকান্ডে সহযোগিতা করেছিল। তাকে ন বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তা ছাড়া চারজন পুলিশ যারা এই অপরাধ লুকোনোর চেষ্টা করেছিল তাদেরকে ও নয় থেকে এগারো বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

গু কাইলাই আদালতকে আজ বলেন : এই রায় ন্যায়সঙ্গত এবং এতে আইন , বাস্তবতা এবং জীবনের প্রতি সম্মান প্রদর্শন করা হবে।
XS
SM
MD
LG