অ্যাকসেসিবিলিটি লিংক

রানী এলিজাবেথের জন্য কেক বানিয়ে রাতারাতি খ্যাতি পেয়ে যান বৃটিশ বাংলাদেশি নাদিয়া হোসেন


আলোচনায় নাদিয়া
নাদিয়া হোসেন এখন একটি বিখ্যাত নাম। বৃটেনের রানী এলিজাবেথের জন্য কেক বানিয়ে রাতারাতি খ্যাতি পেয়ে যান এই বৃটিশ বাংলাদেশি। নামকরা ম্যাগাজিনের প্রচ্ছদ কাহিনীতে নাদিয়া এখন শীর্ষে। শুধু বৃটেনে নয়, সারা বিশ্বেই ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এখন তার নামের সাথে যুক্ত হয়েছে কলামনিস্ট, লেখিকা পরিচয়ও। নিয়মিত কলাম লিখছেন দ্য টাইমস ম্যাগাজিন ও এসেন্সিয়াল ম্যাগাজিনে। বিবিসি ছাড়াও প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যানডম হাউজ, হোডার চিলড্রেনস বুকস ও হারলেকুইনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। দ্য অন শো’তে নিয়মিত সাংবাদিক হিসেবে কাজ করছেন। লুজ ওমেন নামের একটি টিভি শোতে তিনি প্যানেল অতিথি। নাদিয়া নিজেই বলছেন, এটা তার কল্পনার মধ্যেও ছিল না।
নাদিয়া হোসেনের জন্ম বৃটেনের লুটনে ১৯৮৪ সালের ২৫শে ডিসেম্বর। তিন সন্তানের জননী নাদিয়া স্কুল পর্যায়েই রান্নার মৌলিক দক্ষতা অর্জনের বিষয়ে পড়াশোনা করেন। গত বছর অনুষ্ঠিত দ্য গ্রেট বৃটেন বেক অফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তিনি রীতিমতো তাক লাগিয়ে দেন। এ প্রতিযোগিতা টেলিভিশনের মাধ্যমে উপভোগ করেন এক কোটি ৫০ লাখেরও বেশি দর্শক। তার মুখের অভিব্যক্তি, তার সরলতা মানুষকে কাছে টেনে নেয়। তার প্রশংসা আসে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পক্ষ থেকেও। নিজের প্রতি বিশ্বাস আর চেষ্টা থাকলে যে সফল হওয়া যায় তার প্রমাণ রেখেছেন নাদিয়া।
লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:15 0:00

XS
SM
MD
LG