অ্যাকসেসিবিলিটি লিংক

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি


Japan's Prime Minister Shinzo Abe, left, and his Indian counterpart, Narendra Modi, shares a moment during a signing of agreement at Hyderabad House in New Delhi, India, Dec/ 12, 2015.
Japan's Prime Minister Shinzo Abe, left, and his Indian counterpart, Narendra Modi, shares a moment during a signing of agreement at Hyderabad House in New Delhi, India, Dec/ 12, 2015.

কয়েক দিনের মধ্যেই জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি। মোদির আড়াই বছরের রাজত্বকালের মধ্যে এই তৃতীয়বার তাঁর সঙ্গে শীর্ষ বৈঠক হতে চলেছে জাপানের প্রধানমন্ত্রি শিনজো আবে-র। স্থির হয়েই রয়েছে, সফরের সময় স্বাক্ষরিত হবে ভারতকে জাপানের ১২টি শিনমায়া অনুসন্ধানী ও উদ্ধার বিমান বিক্রির। এক জাপানী মুখপাত্র বলেন, কোনও আর্থিক কারণে নয়, জাপান এই বিমান ভারতকে বিক্রি করবে বন্ধুত্বের খাতিরে। এ ছাড়াও যে চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে, তা হল, অসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি। নীতিগত ভাবে এই চুক্তি সাক্ষরে আগেই সম্মতি জানিয়েছিল জাপান। এখন চূড়ান্ত চুক্তির খুঁটিনাটি পরীক্ষা করে দেখছেন জাপানী অধিকারিকেরা। জাপানের দিক থেকে একটি বড় শর্ত হল, চুক্তি সই হয়ে গেলে ভারতের আর কোনও পরমাণু পরীক্ষা করা চলবে না। করলে চুক্তি পুর্নবিবেচনার অধিকার থাকবে জাপানের। বহু প্রতীক্ষিত এই চুক্তি যদি সফরের সময় সই হয়ে যায়, সেটিই হবে মোদির সফরের সবচেয়ে বড় প্রাপ্তি।

গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait

No media source currently available

0:00 0:00:44 0:00

XS
SM
MD
LG