অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বব্যাপী খ্রীস্টানরা আজ ইস্টার উদযাপন করছেন


বিশ্বব্যাপী খ্রীষ্টানরা আজ ঈস্টার সান্ডে পালন করছেন। যীশু খ্রীষ্টের ক্রশবিদ্ধ হবার তিন পর তাঁর পুনরুত্থান দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়।

নতুন পোপ ফ্রান্সিস , এই পদে অধিষ্টিত হবার পর এই প্রথম সেইন্ট পিটার্স স্কোয়ারে ইস্টার সান্ডে উদযাপন করেন।

ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রার্থনার জন্যে প্রায় আড়াই লক্ষ লোক সমবেতন হন। প্রার্থনার পর ঐ চত্বরের বাইরে আসলে সমবেত লোকজন উল্লাসধ্বনি দেন।

এর পরে ফ্রান্সিস তাঁর অলিন্দে দাড়িয়ে র ল্যাটিন ভাষায় যাকে বলা হয় Urbi et Orbi" অর্থাৎ শহর ও বিশ্বের উদ্দেশ্যে ভাষণ দেন।

তিনি বিশ্বের বিভিন্ন গোলযোগপূর্ণ স্থানের কথা উল্লেক করে শান্তির আহ্বান জানান। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন যে ইস্টার আমাদের সামনে সেই সুযোগটুকু এনে দেয় যাতে আমাদের স্বার্থের চেয়ে বৃহত্তর স্বার্থের জন্যে আমরা আমাদের আবার ও উৎসর্গ করতে পারি।
XS
SM
MD
LG