অ্যাকসেসিবিলিটি লিংক

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সংক্রান্ত রিপোর্টের মূল্যায়ন করলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন


FILE - A man crosses the Central Intelligence Agency (CIA) logo in the lobby of CIA Headquarters in Langley, Virginia.
FILE - A man crosses the Central Intelligence Agency (CIA) logo in the lobby of CIA Headquarters in Langley, Virginia.
Senate Intelligence Committee Chairwoman Dianne Feinstein (D-CA) (L) discusses a newly released Intelligence Committee report on the CIA's anti-terrorism tactics, in a speech on the floor of the U.S. Senate, in this still image taken from video, on Capito
Senate Intelligence Committee Chairwoman Dianne Feinstein (D-CA) (L) discusses a newly released Intelligence Committee report on the CIA's anti-terrorism tactics, in a speech on the floor of the U.S. Senate, in this still image taken from video, on Capito

এ সপ্তাহে যুক্তরাষ্ট্র সেনেটের Intelligence Committee, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিভিন্ন দেশের বন্দীদের যে কঠোর উপায়ে জিজ্ঞাসাবাদ করে থাকে, সেই রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্ট নিয়ে দেশের মধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। এবং অন্যান্য দেশও তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে।

অত্যাচার ও অমানবিক আচরণের বিরুদ্ধে জাতিসংঘের কনভেনশন রয়েছে এবং প্রেসিডেন্ট রেগ্যান ১৯৮৮ সালে জাতিসংঘ কনভেনশনে স্বাক্ষর করেন, যুক্তরাষ্ট্রের বিধায়করা ১৯৯৪ সালে তা অনুমোদন করেন। কিন্তু ২০০১ সালের ৯ই সেপ্টেম্বরের নিউইয়র্কে আল কায়দার নির্মম আঘাতের পর, CIA বন্দীদের জেরার ক্ষেত্রে কিছু বিশেষ পদ্ধতি চালু করে।

এই রিপোর্ট নিয়ে আমাদের স্টুডিও থেকে রোকেয়া হায়দার ঢাকায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের সঙ্গে আলোচনা করছেন।

please wait

No media source currently available

0:00 0:06:40 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG