অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীনহাউজ গ্যাস কমাতে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বের প্রায় ২০০টি দেশ


রেফ্রিজারেটর এবং এয়ারকন্ডিশনার ব্যাবহারের ফলে উৎপাদিত গ্রীনহাউজ গ্যাস কমাতে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বের প্রায় ২০০টি দেশ। জলবায়ু পরিবর্তন রোধের প্রয়াসে এ এক বড় পদক্ষেপ।

Hydrofluorocarbons বা HFC কমিয়ে আনতে করা এই চুক্তির ঘোষণা দেয়া হয় রুয়ান্ডার কিগালিতে জলবায়ু সংক্রান্ত মিটিং এ।

এক বার্তায় প্রেসিডেন্ট ওবামা এই চুক্তিকে উচ্চাশাপূর্ন পরিকল্পনা আখ্যা দিয়ে তা পূরনে সকলের ঐক্যবদ্ধ প্রেচষ্টার আহবান জানান। তিনি বলেন এটি প্রমান করে যে আমরা একজোট হয়ে এই গ্রহকে বাঁচাতে পারি।

কিগালির ওই সম্মেলনে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরী। তিনি মন্তব্য করেন এই চুক্তি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঠেকানো যুদ্ধে একটি ঐতিহাসিক পদক্ষেপ।

XS
SM
MD
LG