অ্যাকসেসিবিলিটি লিংক

উন্নয়ন খাতের ব্যয়ের প্রতি তিন ডলারের এক ডলার অপচয় হয়েছে বারবার উদ্ভুত সংকটে


প্যারিসের উপকণ্ঠে জাতিসংঘের জলবায়ু শীর্ষ বৈঠকে অংশগ্রহনকারিরা বিশ্বের সবচেয়ে ঝূঁকিপুর্ণ জনগোষ্ঠীর ওপর প্রাকৃতিক বিপর্য্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করছেন-স্থিতিস্থাপক অবস্থান নিয়ে কথাবার্তা বলছেন।জাতিসংঘ বলছে- বিগত তিরিশ বছরে,উন্নয়ন খাতে যে অর্থ ব্যয় হয়েছে তার মধ্যে প্রতি তিন ডলারের এক ডলার পরিমান অর্থ অপচয় হয়েছে বারবার উদ্ভুত সংকট পরিস্থিতির কারনে।এবং সারা বিশ্বে এ বাবদে অপচয় হয়েছে ৩ লক্ষ ৮০ হাজার কোটি ডলার পরিমান অর্থ।বলা হয় প্রাকৃতিক দূর্যোগের কারণে কেবল অর্থনিতি ক্ষেত্রেই নয়,সামাজিক ও পরিবেশ ক্ষেত্রেও ২১ কোটি ৭০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বছরওয়ারি হিসেবে।বূধবারের আলোচনাগুলোতে সাগর জল ও পানির অন্যান্য উৎসগুলো নিয়ে আলোচনা হয়।জাতিসংঘ হূঁশিয়ার করে বলেছে-পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নীত না হলে দারিদ্র মোচন বাধাগ্রস্ত হবে- টেকসই উন্নয়ন বা সাসটেনেইবেল ডেভেলপমেন্টও থমকে যাবে।

এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট ওবামা বলেন-জলবায়ূ পরিবর্তন- অর্থনীতি ও নিরাপত্তা ক্ষেত্রেও অপরিহার্য্য- জরূরি বিষয় একটি- এবং কালবিলম্ব না করেই এর বিহিত করা দরকার।

এ্যাক্ট-

ওবামা কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে, জলবায়ু সম্মেলনের আনুষ্ঠানিক সমাবেশের বাইরে- গতকাল মঙ্গলবার প্যারিসের উপকণ্ঠে।

XS
SM
MD
LG