অ্যাকসেসিবিলিটি লিংক

কেন্টাকিতে সামান্য ব্যবধানে হিলারি জয়ী , অরেগনে বিজয়ের আশা স্যান্ডর্সের


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কেন্টাকি থেকে ডেমক্র্যাটিক দলের সম্ভাব্য প্রার্থি বাছাইয়ের ভোটে সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন বাহ্যত জয়ী হয়েছেন।

প্রায় সব ভোট গণনা শেষে ক্লিন্টন তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি ভার্মন্টের সেনেটার বার্নি স্যান্ডার্সের চাইতে মাত্র দু হাজারের ও কম ভোটে এগিয়ে ছিলেন। ভোট গ্রহণ শেষ হবার আগে পর্যন্ত তারা এক একজন একেকবার এগিয়ে যাচ্ছিলেন।

রিপাবলিকানরা মার্চ মাসেই কেন্টাকিতে তাদের ককাস আয়োজন করেছিল এবং তাদের সম্ভাব্য প্রার্থী ডনাল্ড ট্রাম্প তাতে জয়লাভ করেছিলেন।

উভয় দলের ভোটদাতারা ওরেগন রাজ্যেও তাদের পছন্দসই প্রার্থী বাছাই করছেন । অনুমান করা হচ্ছে সেখানে স্যান্ডার্স , ক্লিন্টনকে পরাস্ত করবেন । সেখানে ট্রাম্পের কোন প্রতিদ্বন্দ্বি নেই।

মঙ্গলবারের ভোটগ্রহণের ফলাফল যাই হোক না কেন , ডেলিগেট সংখ্যার দিক দিয়ে ক্লিন্টন অনেক এগিয়ে আছেন তবে স্যান্ডার্স জুলাই মাসে ডেমক্র্যাটিক দলের প্রার্থী মনোনয়ন বিষয়ক কনভেনশন পর্যন্ত এই প্রতিযোগিতা চালিয়ে যাবেন।

দেশব্যাপী জরিপে দেখা যাচ্ছে যে ট্রাম্পকে পরাস্ত করার সম্ভাবনা হিলারি ক্লিন্টনের চাইতে বার্নি স্যান্ডর্সের অনেক বেশি।

XS
SM
MD
LG