অ্যাকসেসিবিলিটি লিংক

ক্লিনটন সেনেগাল দিয়ে আফ্রিকা সফর শুরু করলেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন আফ্রিকা সফর এখন সেনেগালে রয়েছেন। বিশ্লেষকেরা বলছেন প্রকৃতিক সম্পদ সমৃদ্ধ ঐ মহাদেশে চীনের যে ক্রমবর্ধমান প্রভাব রয়েছে তার সংগে ভারসাম্য রক্ষা করাই হচ্ছে তার এই সফরের লক্ষ্য। তিনি বেশ কয়েকটি আফ্রিকামহা কয়েটি দেশ সফর করবেন।
পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে যে ১১ দিনের সফরে ক্লিনটন আফ্রিকা মহাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, উন্নয়ণ সম্প্রসারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এবং শান্তি ও নিরাপত্তা সম্প্রসারণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা তুলে ধরবেন।


তবে আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক এমিলিও ভিয়ানো সহ অন্যান্য বিশ্লেষকেরা, ভয়েস অব আমেরিকাকে জানায় যে দ্রুত বর্দ্ধিষ্ণু মহাদেশটিতে গতমাসে যে ব্যাপক বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে সেই কর্মকৌঁশলে অংশিকভাবে চীনের ভূমিকাকে চ্যালেঞ্জ করা হচ্ছে।
XS
SM
MD
LG