অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী থাকার সময়ে ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করার জন্য হিলারি ক্ষমা চেয়েছেন


যুক্তরাষ্ট্রে ডেমক্র্যাটিক দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হিলারি ক্লিন্টন এ কথা স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী থাকার সময়ে তাঁর ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করাটা ভুল ছিল।

এবিসি টেলিভিশন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিন্টন সরাসরি ক্ষমা চেয়ে বলেন যে সেটা ছিল ভুল। আমি এ জন্য দুঃখিত এবং এর দায় আমিই নিচ্ছি। মঙ্গলবার এবিসি সাত সেকেন্ডের যে ক্লিপ প্রচার করেছে তাতে তিনি বলেছেন আমি যতটা সম্ভব ততটাই স্বচ্ছ হবার চেষ্টা করছি।

এই ক্ষমা প্রার্থনা গত পাঁচ দিনে কিল্টনের অবস্থান এক ধরণের বিবর্তন ঘটিয়েছে। তাঁর নির্বাচনে অভিযানকারী ব্যক্তিরা উদ্বিগ্ন এবং হতাশাব্যঞ্জক জরিপে বোঝা যাচ্ছে যে এই ইমেইল সার্ভারের বিষয়টি তাঁর নির্বাচনী অভিয়ানে নেতিবাচক প্রভাব রাখছে।

সোমবার এসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিন্টন বলেছিলেন যে ব্যক্তিগত সার্ভার ব্যবহারের জন্য তাঁর ক্ষমা চাওয়ার কোন প্রয়োজন নেই । পররাষ্ট্র বিভাগের অনুমোদন নিয়েই তিনি তা করেছেন।

গত শুক্রবার ক্লিন্টন দুঃখ প্রকাশ করেন , তবে তখনও ঠিক ক্ষমা চাননি।

XS
SM
MD
LG