অ্যাকসেসিবিলিটি লিংক

ক্লিন্টন লিবিয়ার কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্ব ভার নিজের ওপরে নিলেন




যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের কন্সুলেটে মারাত্মক হামলার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বলেছেন, যে বিশ্বময় পররষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত বিধান করাই হচ্ছে তাঁর কাজ।

সোমবার পেরু সফর কালে এক সাক্ষাৎকারে হিলারি ক্লিন্টন বলেন, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সুনির্দিষ্ট সিদ্ধান্ত যে নিরাপত্তা কর্মকর্তারা নেন তা প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নাও জানতে পারেন।

যেমন ১১ সেপ্টেম্বর বেনগাজিতে আমেরিকার দূতাবাসে ঘটেছিল এবং ঐ হামলায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চারজন আমেরিকানের নিহত হবার ঘটনা।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানে ঐ হামলা এবং ওবামা প্রশাসনের নিরাপত্তা বিষয়ে পদক্ষেপ এখান একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

রিপাবলিকান প্রার্থী মিট রম্নি বেনগাজীতে আমেরিকার কন্সুলেটে আর নিরাপত্তা ব্যবস্থা না দেওয়ার জন্য মিঃ ওবামার সমালোচনা করেন।

হিলারী সোমবার বলেন ঐ আক্রমঙ্কে যেন রাজনৈতিক অপবাদ দিয়ে ব্যবহার না করা হয়।
XS
SM
MD
LG